ভোর সোয়া ৬টায় রাগ আলাপের মধ্য দিয়ে রমনা বটমূলে ছায়ানট বর্ষবরণ ১৪৩২ এর সূচনা হবে। এরপর সম্মেলক সংগীত, একক সংগীত, কবিতা আবৃত্তি, নির্বাহী সভাপতি ডা.সারোয়ার আলীর কথন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সাড়ে ৮টায় শেষ হবে ছায়ানটের আয়োজন।
১৫টি একক গান, ৮টি সম্মেলক গান ও ২টি কবিতা আবৃত্তি থাকছে এবারের আয়োজনে। প্রায় ১৫০ জনের মতো শিল্পী ও যন্ত্রশিল্পীর সম্মিলনে আয়োজিত বর্ষবরণের এবারের প্রতিপাদ্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’। গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয় বর্ষবরণ মহড়া।
এসব তথ্য জানিয়েছেন ছায়ানটের জেষ্ঠ্য সমন্বয়ক রশিদ আল হেলাল। এবারের বর্ষবরণে একমাত্র ব্যতিক্রম সনজীদা খাতুনের কথনের জায়গায় ডা. সারওয়ার আলীর কথন। গত ২৫মার্চ না ফেরার দেশে পাড়ি জমান সনজীদা খাতুন।