
দৈনিক জন্মভূমি পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন খুলনা প্রেসক্লাবের নতুন আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল। মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক জন্মভূমি কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জন্মভূমির নিউজ রুম ইনচার্জ ইয়াসিন আরাফাত রুমি, মফস্বল সম্পাদক মোরশেদ নেওয়াজ শিপলু, স্টাফ রিপোর্টার আব্দুল হামিদ, হারুন-অর-রশীদ, এজাজ আলী, এম সাইফুল ইসলাম, নুরুল হাসান লিটু, মুহাইমিনুল সৌরভ প্রমুখ। এ সময়ে জন্মভূমির নিউজ রুম ইনচার্জ ইয়াসীন আরাফাত রুমী খুলনা প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে নতুন নির্বাহী কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল বলেন, নতুন ভাবে প্রেসক্লাবকে পরিচয় করিয়ে দিতে চাই। যে ক্লাব হবে পেশাদার সাংবাদিকদের নির্ভরতার জায়গা। প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক বলেন, অতিতকে ভুলে গিয়ে পেশাদারদের নিয়ে প্রেসক্লাব নতুন করে সাজাতে চাই। যেখানে কোন বৈষম্যের ঠাই হবে না।