আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পরবর্তী চেয়ারম্যান হতে পারেন জয় শাহ। তিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি। আগামী নভেম্বরে আইসিসির প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।
নতুন প্রেসিডেন্ট হিসেবে জয় শাহর নাম আছে আলোচনায়। এখন তিনি ওই পদের জন্য লড়বেন কিনা সেটাই মূখ্য বিষয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ক্রিকবাজ।
জয় আইসিসির দায়িত্ব পেলে দুবাইয়ের অফিসের সর্বকনিষ্ঠ প্রধান হবেন। চলতি মাসের শেষে কলম্বোয় আইসিসির একটি সভা আছে। যদিও ওই সভা আইসিসির চেয়ারম্যানের পদ বা নির্বাচন বিষয়ক নয়। তবে ওই সভাতে তার মনোভাব বোঝা যেতে পারে।
আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তিনি চার বছরের জন্য দায়িত্ব পেয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, বার্কলে আরও এক মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তিনি আরেক মেয়াদে দায়িত্ব পালনের বিষয়ে অগ্রহী বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম। তবে জয় শাহ যদি চেয়ারম্যান পদে বসতে চান সেক্ষেত্রে সম্ভাবনা বেশ কমে যাবে বার্কলের।
জয় শাহ ভারতের ক্রিকেটের প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি এক মেয়াদে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করলে বিধি অনুযায়ী, ২০২৮ সালে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করবেন। যে কারণে তার আইসিসি’তে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।