জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার বা দ্রুততম সময়ের মধ্যে বাতিল হতে পারে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিল মামলাটি পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হবে। নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল হলে দ্রুত আইনী এই পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করবেন বলেই আশা প্রকাশ করেন এই আইনজীবী।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। গত বছরের ১৯ নভেম্বর সে আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।