খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ দলীয় মনোনয়ন পাওয়ায় খুলানা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় তার বাসভবনে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আও য়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন,তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদূজ্জামান, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো:ইমদাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব ইসহাক সরদার,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক মো:অহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, শেখ আসাদুজ্জামান, এমপির প্রধান সমন্ব য়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, ইউপি সদস্য আনিচুর রহমান মিঠু, মিরাজ মল্লিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদ খান রাসেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম হিমেল।
