কানপুরে আজ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। টস হেরে জাকির-সাদমানদের ব্যাটিংয়ের সময় গ্যালারিতে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত ‘টাইগার রবি’কে মারধোরের অভিযোগ এসেছিল। তাকে হাসপাতালেও নেওয়া হয়েছিল। কানপুরের রেনেসান্স হাসপাতালে রবিকে চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক দুর্বলতার কারণে স্যালাইন দেওয়া হয়েছে বলে জানান রবি। রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা তাকে।
তবে এবার সেই ভক্ত ও কানপুর পুলিশ বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হলো, মারপিটের কোনো ঘটনা ঘটেনি। টাইগার রবিও এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানান।
টাইগার রবি ভারতে এসেছেন মেডিকেল ভিসায়। একটি কোম্পানির বিজ্ঞাপন নিয়ে গ্যালারি থেকে বাংলাদেশ দলকে সমর্থন দিচ্ছেন চেন্নাই থেকে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামেও দর্শকদের হাতে নাজেহাল হওয়ার অভিযোগ করেছিলেন তিনি।
কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে আজ সংবাদমাধ্যমে বলেছেন, ‘পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন।’ পরে যোগ করেন, ‘মারামারির অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। তাঁকে কোনো সমর্থক আঘাত করেনি।’
ভারতীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, রবিও অস্বীকার করেছেন মারপিটের অভিযোগ, ‘আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। এরপর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে ও আমার চিকিৎসার ব্যবস্থা করে। আমি এখন ভালো আছি।’
এর আগে কানপুর টেস্ট শুরুর আগে ভারতের হিন্দু মহাসভার নেতারা ধর্মঘট ডাকেন। তারা ৬ অক্টোবর টি-২০ ম্যাচ ঘিরে গোয়ালিয়র বন্-ধ ডেকেছেন। এছাড়া কানপুরে সড়ক অবরোধ করার ঘোষণা দেন। এরপর কানপুর পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়।