টানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। ভোররাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে, যা এখনো হালকা আকারে ঝরছে। রোববার (২ অক্টোবর) ভোর চারটা থেকে বৃষ্টি শুরু হয়।
ভোরে রাজধানীর মতিঝিল, মালিবাগ, মুগদা, বাসাবোসহ অনেক স্থানে বৃষ্টির সঙ্গে কিছুটা বাতাসও ছিল। আকাশে বিদ্যুতের চমকানিও ছিল প্রচুর।
কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এমন বৃষ্টি রাজধানীবাসীর জীবনে কিছুটা স্বস্তি এনেছে।
স্বস্তির বৃষ্টি রাজধানীবাসীকে তীব্র গরম থেকে কিছুটা রক্ষা করলেও আবার অস্বস্তিতেও ফেলেছে। বৃষ্টির কারণে যারা ঘর থেকে বেরিয়েছেন তারা বিপাকে পড়েছেন। বৃষ্টির পানির কারণে সড়কের কাদায় তাদের কাপড়ের নিচের অংশ নষ্ট হয়ে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। ফলে আগামী দুই দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


