এবারের নারী টি-টৌয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল বাংলাদেশেই। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আইসিসির এ টুর্নামেন্টের ভেন্যু বদল হয়েছে, অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট খেলতে আজ বৃহস্পতিবার সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল।
সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৩ অক্টোবর থেকে। এবারের আসরে টাইগ্রেসদের অধিনায়কত্ব করবেন নিগার সুলতানা জ্যোতি। আজ সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে বাঘিনীরা।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবেন জ্যোতিরা। স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৩ অক্টোবর বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে জ্যোতিদের বাকি ম্যাচগুলো ৫, ১০ এবং ১২ অক্টোবর যথাক্রমে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে অধিনায়ক জ্যতি সংবাদ সম্মেলনে বলেন,‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।