পাকিস্তান গিয়ে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই টেস্টের দল এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, টেস্ট খেলতে পাকিস্তানে যাবেন সাকিব।
টি-২০ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র ও কানাডার লিগে ব্যস্ত সময় করা সাকিবের টেস্ট খেলার বিষয়ে বুধবার সংবাদ মাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘সাকিব টেস্ট খেলবে। বোর্ড ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমার সঙ্গেও কথা হয়েছে তার।’
টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে ক্যাম্প করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। মুমিনুল-মুশফিকরা তো অনুশীলনের অংশ হিসেবে পাকিস্তানে ‘এ’ দলের সঙ্গে চার দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন। অথচ সাকিব পাকিস্তানে যাওয়ার আগে দেশে দলের সঙ্গে অনুশীলন করবেন কিনা তা নিশ্চিত নয় বিসিবি।
জালাল ইউনুস বলেন, ‘সময় না থাকলে দুবাই থেকে সে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিতে পারে। তবে তাকে বলা হয়েছে, ঢাকায় এসে দু-এক দিন অনুশীলন করে দলের সঙ্গে যেতে।’
বিশ্বকাপের পরে সাকিবের পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে জানান, একটা-দুইটা সিরিজ ধরে এগোতে চান তিনি। লম্বা পরিকল্পনা করে এগোনোর মতো পর্যায়ে তিনি নেই। যে কারণে তিনি শুধু পাকিস্তান সফর পর্যন্ত প্রাথমিক পরিকল্পনা সেট করেছেন বলেও উল্লেখ করেন।