ছুটিতে কক্সবাজারে তো ভালোই বেড়ালাম, কিন্তু আসার পর দেখি ফেইস একদম কালো হয়ে গেছে!’ ‘এত রোদ বাইরে, এই কড়া রোদে ঘোরাঘুরি করে স্কিন কয়েক শেইড ডার্ক হয়ে গেলো’ এই ধরনের অভিযোগ খুবই কমন। ঘুরতে গেলে রোদের ভয় করলে কি চলবে, বলুন তো? সান প্রোটেকশনের জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করা খুবই গুরুত্বপূর্ণ। সানস্ক্রিন স্কিপ করলে বা টাইম টু টাইম রিঅ্যাপ্লাই না করলে স্কিনে তো সানট্যান পড়বেই! যাই হোক না কেন, ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভাল নিয়ে শুরু হয় দুশ্চিন্তা। মাত্র ১ সপ্তাহেই কীভাবে এই আনইভেন টোন দূর করে স্কিনকে ব্রাইট করা যায়, সেটাই আজ জানাবো।

সানট্যানের কারণ
সূর্যের UVB রশ্মির কারণে আমাদের ত্বকের এপিডার্মিস লেয়ারে মেলানোসাইট সেলস ট্রিগার হয়ে যায়। যার ফলে স্কিনে এক্সেস মেলানিন তৈরি হয়। এই কারণে তখন ত্বকের উপরিভাগে ব্রাউন পিগমেন্ট ভিজিবল হয়, একে বলা হয় সানট্যান। শুধু ঘুরতে গেলেই না, রেগুলার স্কিন কেয়ার স্টেপ হিসেবে সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। দিনের বেলা বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করুন। বাসায় থাকলে বা মেঘলা দিনেও সানস্ক্রিন স্কিপ করা যাবে না।

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করার উপায়
সান প্রোটেকশন ছাড়া কড়া রোদে থাকার কারণে স্কিনে খুব দ্রুত কালচেভাব, স্পটস, এজিং সাইনস চলে আসে। ট্যুরে গেলে সরাসরি রোদে লং টাইম থাকা হয়, এতে স্কিন কয়েক শেইড ডার্ক হয়ে যেতে পারে। চলুন জেনে নেই কীভাবে অল্প সময়েই এই সানট্যান দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায়।