মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা রাষ্ট্রদূত ফিল গফকে বরখাস্ত করেছে নিউজিল্যান্ড। তিনি যুক্তরাজ্যে নিউজিল্যান্ডের হাইকমিশনার ছিলেন।
গত মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার সঙ্গে ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির তুলনা করেছিলেন। ৮৭ বছর আগের ওই চুক্তি জার্মান স্বৈরাচার এডলফ হিটলারকে তখনকার চেকস্লোভাকিয়ার কিছু অংশ দখলে নেওয়ার সুযোগ করে দিয়েছিল। খবর বিবিসির।
সেই সময় যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ওই চুক্তির সমালোচনা করেছিলেন। ফিল গফ এ কথা মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে চার্চিলের আবক্ষ মূর্তি ফিরিয়ে এনেছেন। কিন্তু আপনারা কি মনে করেন, তিনি সত্যিই ইতিহাস বোঝেন?’ এর জেরে বরখাস্ত করা হয় গফকে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারস বলেন, গফের এ মন্তব্য ‘অত্যন্ত অস্বস্তিকর’ এবং তাঁর অবস্থানকে ‘নড়বড়ে করে ফেলেছে’।
সম্প্রতি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগ্বিতণ্ডা হয়। এর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহযোগিতা ও পরে গোয়েন্দা তথ্য দেওয়াও বন্ধ করে দেয়।