খুলনা মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। মহানগর বিএনপি নেতৃবৃন্দ শনিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তার আশু রোগমুক্তি কামনা করেছেন। একই সাথে মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সুস্থতা কামনায় খুলনাবাসির প্রতি দোয়া প্রার্থনা করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স. ম. আ. রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ। অনুরুপ বিবৃতি দিয়েছেন থানা বিএনপির কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, জাহিদুল ইসলাম, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সাজ্জাদ আহসান পরাগ, হাবিবুর রহমান বিশ্বাস, ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমূখ। খবর বিজ্ঞপ্তির।