মনের মানুষ খুঁজতে আজকাল অনেকেই ডেটিং অ্যাপের ওপর ভরসা করেন। বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠা ডেটিং অ্যাপের ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও।
কাউকে পছন্দ হলে সরাসরি মনের কথা জানাতে অনেকেই অস্বস্তি বোধ করেন। অনেকের তো দ্বিধা আর দ্বন্দ্ব পেরিয়ে মনের কথাটা শেষ পর্যন্ত জানানোই হয়ে ওঠে না। তবে ডেটিং অ্যাপে সেই অস্বস্তি নেই। সরাসরি প্রেমপ্রস্তাব না দিয়েও কথা এগোনো যায় এসব অ্যাপে। অনেকের জন্য যা বেশ স্বাচ্ছ্যন্দের।
তবে অন্যান্য অ্যাপের মতো ডেটিং অ্যাপেরও ইতিবাচক-নেতিবাচক দিক আছে। যদিও সতর্কতার সঙ্গে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ডেটিং অ্যাপও হতে পারে ইতিবাচক এবং নিরাপদ।
চলুন, আনন্দবাজার পত্রিকা অবলম্বনে জেনে নেওয়া যাক এসব অ্যাপ ব্যবহার করে জীবনসঙ্গী খুঁজে নেওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি সে সম্পর্কে-
কথা বলার ক্ষেত্রে
কাউকে পছন্দ হলে তার সঙ্গে কথাবার্তা এগোতে বাধা নেই। তবে মন খুলে কথা বলার যেন একটা সীমা থাকে সেদিকে খেয়াল রাখাটা জরুরি। কয়েক দিনের আলাপে ব্যক্তিগত সব তথ্য দিয়ে দেওয়াটা অনেকটা বোকামি! তার মানে এই নয় যে নিজের ব্যাপারে সব বলেছেন মানেই বিপদ হতে পারে। তবে সতর্ক থাকতে তো দোষ নেই।
অন্যের তথ্য যাচাই
শুধু তো ছবি নয়, ডেটিং অ্যাপে সঙ্গী নির্বাচন করতে হলে তার ব্যক্তিগত তথ্যও যাচাই করে নেওয়াটা গুরুত্বপূর্ণ। শুধু ছবি দেখে প্রেমে পড়ে গেলে চলবে না। কথোপকথন অনেক দূর এগিয়ে নেওয়ার আগে বিপরীতদিকের মানুষটির বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে।
ব্যক্তিগত পছন্দ-অপছন্দ
ডেটিং অ্যাপে প্রোফাইল সাজানোর সময় নিজের পছন্দ এবং অপছন্দের বিষয়গুলো উল্লেখ করা উচিত। যদিও অনেকেই সেটা করেন না। এসব বিষয় উল্লেখ থাকলে বিপরীতদিকের মানুষটি সহজে বুঝতে পারেন, কতটা এগোনো উচিত।