
রাজধানীর রাজবাড়ী, রাজমহল সিনেমা হলের পাশে, ডেমরায় জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ১ টা ৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজবাড়ী, রাজমহল সিনেমা হলের পাশে, একটি জুতার কারখানায় আগুন লাগে দুপুর ১ টা ৫ মিনিটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
পিএসএন/এমআই