চেলসির ইউক্রেন ফরোয়ার্ড মিখাইলো মুদ্রিককে সাময়িক নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তার প্রসাবের নতুনায় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে।
মুদ্রিকের প্রসাবের দ্বিতীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে আনুষ্ঠানিক ব্যাখ্যাও দিতে বলা হয়েছে। দ্বিতীয় নমুনায়ও ড্রাগ পজিটিভ হলে এবং তিনি ড্রাগ সেবন করেছেন প্রমাণিত হলে তাকে ৪ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।
বিষয়টি নিয়ে চেলসি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এফএ নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে নমুনা নিয়েছিল। চেলসি এবং এফএ তার পাশে আছে। মুদ্রিক আশ্বস্ত করেছেন, জেনে বুঝে নিষিদ্ধ কোন দ্রব্য তিনি গ্রহণ করেননি। বিষয়টি নিয়ে মুদ্রিক এবং ক্লাব এফএ’র সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
মুদ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তিনি নিষিদ্ধ কোন দ্রব্য ব্যবহার করেননি। নমুনায় ড্রাগ পজিটিভ হওয়ায় তিনি হতবাক, ‘আমি নিশ্চিত যে, আমি কোন ভুল করিনি। দ্রুতই মাঠে ফিরতে পারবো এ বিষয়ে আমি আশাবাদী। এফএ’র বিধি-নিষেধের কারণে এর বেশি কিছু আপাতত বলতে পারছি না।’
মুদ্রিককে ২০২৩ সালের জানুয়ারিতে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে কেনে চেলসি। তাকে ইউক্রেনের নেইমার বলা হতো। কিন্তু দাম ও নামের সঙ্গে সুবিচার করতে পারেননি তিনি। চেলসির একাদশে নিয়মিত হতে পারেননি। গুঞ্জন আছে- মুদ্রিককে কেনার ছলে টোড বোহলি মূলত যুদ্ধরত ইউক্রেনকে আর্থিক সহায়তা করেছেন। চেলসি তাকে আগামী মৌসুমে ছেড়ে দেওয়ার পরিকল্পনাও করছিল।