সংগীতপ্রেমীদের সুরের মূর্ছনায় ভাসাতে প্রথমবারের বাংলাদেশী আসছেন পাকিস্তানি জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগ। জানা গেছে ১২ এপ্রিল রাজধানী ঢাকার সেনা প্রাঙ্গণে ইয়ামাহা মিউজিকের আয়োজনে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্রান্ড’ কনসার্টে সংগীত পরিবেশন করবেন।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে। কনসার্টটি নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১১ এপ্রিল বাংলাদেশের মাটিতে পা রাখবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী।
ইয়ামাহা মিউজিকের কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এবারের আয়োজন আরও বড় পরিসরে হচ্ছে। এ অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীও গান পরিবেশন করবেন।