ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সিভিল সোসাইটি নামের এক সংগঠন। এ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার ভারতীয় হাইকমিশনসহ দেশের বিভিন্ন উপহাইকমিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসময় দেখা যায়, ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রবেশ মুখে আগলে রয়েছে সেনাবাহিনীর দুটি সাঁজোয়া যান। তার সামনে রয়েছেন একদল পুলিশ সদস্য। আর প্রবেশপথে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। একই চিত্র দেখা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলোতে।
মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার গুলশানে ভারতীয় হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার ভারতীয় সহকারী হাইকমিশনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকমিশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশের যে গার্ড থাকে, তার চেয়ে কয়েকগুণ বেশি বাড়িয়েছি। চট্টগ্রামে অন্তত থেকে ৮ গুণ বাড়ানো হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ বলেন, নিয়মিত নিরাপত্তার বাইরে আর যা যা প্রয়োজন সবটাই নেওয়া হয়েছে। দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
অন্যদিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার জাকির হোসেন রোডে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। এসময় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া নগরের পূর্ব নাসিরাবাদে সিডিএ অ্যাভিনিউয়ের সিটি সেন্টারে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি এপিবিএনের সদস্যরাও দায়িত্বরত রয়েছে।
এসময় নগর পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান বলেন, কোনো ধরনের হুমকি নেই। তবুও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।