ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের হৃদয় ভেঙেছেন ধনশ্রী ভার্মা। স্ত্রী বিচ্ছেদ চেয়েছেন। যে কারণে বিচ্ছেদের আবেদন করেছেন তারা। আলাদাও থাকছেন। তবে কাগজে-কলমে এখনো ছাড়াছাড়ির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এর মধ্যেই খবর নতুন প্রেমে মজেছেন চাহাল।
পাঞ্জাব সুপার কিংসের তারকা আরজে মাহওয়াশের সঙ্গে প্রেম করছেন বলে খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। যদিও দুই পক্ষের কেউ বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি। তবে আইপিএলে চাহালের জন্য মাহওয়াশের গলা ফাঁটাতে আসা এবং সামাজিক মাধ্যমে ওই ছবি পোস্ট করা নতুন করে গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে।
বিচ্ছেদের আবেদন করেছেন চাহাল ও ধনশ্রী। ছবি: ফাইল
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের আবেদন করার কিছুদিন পরেই খবর আসে রেডিও আরজে মাহওয়াশের সঙ্গে ডেটিং করছেন ডানহাতি ভারতীয় স্পিনার। তাদের একসঙ্গে ক্রিসমাস উদযাপনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছাড়া ফেলে।
তবে বেশি আলোচনার জন্ম দেয় দুবাইতে তাদের একসঙ্গে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল উপভোগ করার একটি ছবি। দুবাইয়ের স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল পাশাপাশি বসে দেখেন চাহাল ও মাহওয়াশ। লাইভ টিভিতে বারবার ক্যামেরা তাদের ওপর নজরও রাখছিল।
চাহাল ও পাঞ্জাব কিংসের জন্য গলা ফাঁটাতে স্টেডিয়ামে মহওয়াশ। ছবি: ইনস্টাগ্রাম
সামাজিক মাধ্যমে ওই সময় কিছু ছবি প্রকাশ পায়। যাতে দাবি করা হয়, ভারতের ফাইনাল দেখার সময় ভিআইপি গ্যালারির দর্শকের মাঝে বসেই একে অপরের ঠোঁটের উষ্ণতা উপভোগ করেছেন তারা। এবার আবার আইপিএলের গ্যালারিতে এসে মাহওয়ামের পোস্ট করা ছবি জানান দিচ্ছে গভীর প্রেমে মজেছেন তারা।