সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করছে সামাজিক ও মানবিক সংগঠন তরুণ আলো খুলনা।
শুক্রবার রাতে সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইমরান খাঁন এর পৃষ্ঠপোষকতায় শহরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। রাতের নীরবতা ভেদ করে স্বেচ্ছাসেবীরা শহরের আনাচে-কানাচে ঘুরে অভুক্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দিয়েছেন।
এই উদ্যোগ মানবতার সেবায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী মীর কাওছার মিজু বলেন, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াস নিয়েই তরুণ আলো খুলনা এগিয়ে যেতে চায়।” তিনি ভবিষ্যতেও সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। খুব শীঘ্রই সংগঠনটি পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে ফ্রী মেডিকেল সেবা কার্যক্রম চালু করবে।

