
তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা। গত একদিনে অন্টারিওসহ দেশটির বিভিন্ন শহর ৪০ সেন্টিমিটার পর্যন্ত বরফের স্তরে ঢেকে গেছে।
তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে কানাডা। তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত দেশটির বিভিন্ন শহরের জনজীবন।
রোববার রাজধানী অটোয়া, কুইবেক এবং বাংলাদেশি অধ্যুষিত মন্ট্রিলসহ বিভিন্ন শহরে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারের স্তর পড়ে যায়। করোনা মহামারির মধ্যেই প্রাকৃতিক এ দুর্যোগে দিশেহারা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
বৈরি আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তীব্র ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না কেউ। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দুর্যোগ মোকাবিলায় কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন এ তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার আবহাওয়া বিভাগ।
পিএসএন/এমঅাই