এই সাইটটি ভিজিটের মাধ্যমে এই সাইটের সকল প্রাইভেসি শর্তসমূহ আপনি সমর্থন করছেন
Accept
Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal
Notification Show More
Aa
  • জাতীয়
    • ঢাকা
    • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
    • উপজেলা
    • খুলনা জেলা
    • বাগেরহাট
    • সাতক্ষীরা
    • যশোর
    • মাগুরা
    • চুয়াডাঙ্গা
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সোশ্যাল মিডিয়া
    • রুপচর্চা
    • ধর্ম
    • সফলদের গল্প
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • আদালত
    • চাকরি-বাকরি
    • টেক নিউজ
    • বিচিত্র
    • ফিচার
  • বিনোদন
Reading: থাইল্যান্ডের নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে এই পেতংতার্ন সিনাওয়াত্রা
Aa
Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • বিনোদন
খুঁজুন
  • জাতীয়
    • ঢাকা
    • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
    • উপজেলা
    • খুলনা জেলা
    • বাগেরহাট
    • সাতক্ষীরা
    • যশোর
    • মাগুরা
    • চুয়াডাঙ্গা
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সোশ্যাল মিডিয়া
    • রুপচর্চা
    • ধর্ম
    • সফলদের গল্প
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • আদালত
    • চাকরি-বাকরি
    • টেক নিউজ
    • বিচিত্র
    • ফিচার
  • বিনোদন
Follow US
Protidin Shebok Newsportal > Blog > আন্তর্জাতিক > থাইল্যান্ডের নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে এই পেতংতার্ন সিনাওয়াত্রা
আন্তর্জাতিক

থাইল্যান্ডের নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে এই পেতংতার্ন সিনাওয়াত্রা

Last updated: ২০২৪/০৮/১৭ at ২:২১ অপরাহ্ণ
Ehosan ul-Haq Published আগস্ট ১৭, ২০২৪
Share
SHARE

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে স্রেথা থাভিসিনকে গত বুধবার সাংবিধানিক আদালত পদচ্যুত করেছেন। এর দুদিন পর গতকাল শুক্রবার পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট।

নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতংতার্ন এবং থাইল্যান্ডে ঠিক কী ঘটেছিল, সে সম্পর্কে জেনে নেওয়া যাক:ফিউ থাই পার্টির নেতা স্রেথা থাভিসিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণে পার্লামেন্টের ৪০ জন সিনেটর একটি পিটিশন দাখিল করেছিলেন। চলতি বছর সাংবিধানিক আদালতের বিচারকেরা ৬–৩ ভোটে পিটিশনটি গ্রহণ করেন।স্রেথার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি ও আদালত অবমাননার দায়ে ২০০৮ সালে ছয় মাসের কারাদণ্ড পাওয়া সাবেক আইনজীবী পিচিট চুয়েনবানকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। পিচিটের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আদালতের কর্মীদের একটি ব্যাগে ২০ লাখ বাথ (৫৫ হাজার ২১৮ ডলার) ঘুষ দেওয়ার চেষ্টা করেন।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্বপালনকালে পেতংতার্নকে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি, তাঁর দলের প্রতি জনসমর্থন কমে যাওয়া, বিরোধীদের সম্ভাব্য উত্থানের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ওই সিনেটরদের যুক্তি, দণ্ডপ্রাপ্ত পিচিটকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে ‘নৈতিকতার মান’ লঙ্ঘন করেছেন স্রেথা।সমালোচকদের এ–ও অনুমান, ফিউ থাই পার্টির (২০০৭ সাল) প্রতিষ্ঠাতা ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে পিচিটের যোগাযোগ তাঁকে (থাকসিন) প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হতে সহায়তা করে।

স্রেথাকে বুধবার আনুষ্ঠানিকভাবে অপসারণ করেন ব্যাংককের সাংবিধানিক আদালত। গত ১৬ বছরের মধ্যে তিনি হলেন থাইল্যান্ডের চতুর্থ প্রধানমন্ত্রী, যাঁকে সাংবিধানিক আদালত ক্ষমতাচ্যুত করলেন।কে এই নতুন প্রধানমন্ত্রীপেতংতার্ন (৩৭) সাবেক প্রধানমন্ত্রী ও ফিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার (৭৫) ছোট মেয়ে। পদচ্যুত প্রধানমন্ত্রী স্রেথাও একই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন।গতকাল সহজেই প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতার্ন। কেননা পার্লামেন্টের ৪৯৩ আসনের মধ্যে তাঁর দল ও জোটের আসন ৩১৪টি। প্রধানমন্ত্রী হতে বর্তমান আইনপ্রণেতাদের অন্তত অর্ধেক সংখ্যকের সমর্থন প্রয়োজন ছিল তাঁর। পার্লামেন্টে গতকাল অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে, আর বিপক্ষে পড়ে ১৪৫টি।

পেতংতার্ন ব্যাংককের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।উং–ইং ডাকনামেও পরিচিত পেতংতার্ন। তিন বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর আগে তিনি পারিবারিক হোটেল ব্যবসা পরিচালনায় সহায়তা করতেন।পেতংতার্নের রাজনৈতিক জীবন শুরু হয় ২০২১ সালে। ওই সময় ফিউ থাই পার্টির ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজরি কমিটির প্রধান হন তিনি।২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনের দুই সপ্তাহ আগে দ্বিতীয় সন্তানের মা হন পেতংতার্ন। নির্বাচনে তিনি ছিলেন একজন জনপ্রিয় প্রার্থী।পেতংতার্ন থাকসিন পরিবার থেকে দেশের শীর্ষ পদে আরোহণ করা তৃতীয় ব্যক্তি। তাঁর বাবা থাকসিন থাই রক থাই পার্টি থেকে ২০০১ সালে প্রধানমন্ত্রী হন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগপর্যন্ত এ পদেই ছিলেন তিনি।

থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালে প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে সাংবিধানিক আদালত তাঁকে এ পদ থেকে অপসারণ করেন। একই বছর আরেক সামরিক অভ্যুত্থানে কয়েক মাসের জন্য রাজনৈতিক অস্থিরতায় পড়ে থাইল্যান্ড।ওই ঘটনার পর গ্রেপ্তার এড়াতে থাকসিন ও ইংলাক দুজনই দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে যান। গত বছরের আগস্টে দেশে ফেরেন থাকসিন।এখন পেতংতার্ন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। তা ছাড়া তিনি হচ্ছেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীও। এর আগে তাঁর ফুফু ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।থাকসিনের মেয়ে পেতংতার্নকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল থাইল্যান্ডের পার্লামেন্টবর্তমান রাজনৈতিক পরিস্থিতি
রাজপরিবারের প্রতি অনুগত সামরিক বাহিনী ও ফিউ থাই পার্টির সঙ্গে সংশ্লিষ্ট জনতুষ্টিবাদী দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াই চলার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পেতংতার্ন।

২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সেনাপ্রধান জেনারেল প্রায়থ চান–ও–চা বলেন, তিক্ত রাজনৈতিক বিভক্তি ও সরকারের মধ্যে অচলাবস্থার অবসান ঘটাতে তাঁরা হস্তক্ষেপ করেছেন। তিন বছর পর ২০১৭ সালে সামরিক সরকার নতুন সংবিধান প্রণয়ন করে।২০১৯ সাল পর্যন্ত দেশের শাসনকার্য পরিচালনা করে জান্তা সরকার। দীর্ঘ বিলম্বের পর ওই বছর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।সদ্য পদচ্যুত প্রধানমন্ত্রী স্রেথার অধীন ফিউ থাই পার্টি ২০২৩ সালে সেনাবাহিনীর সঙ্গে নিজেকে যুক্ত করে। এ বাহিনীই ২০১৪ সালে ফিউ থাই পার্টির সরকারকে উৎখাত করেছিল।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করলেন সাংবিধানিক আদালত এর আগে স্বঘোষিত ‘গণতন্ত্রপন্থী’ ফিউ থাই পার্টি ‘মুভ ফরওয়ার্ডস পার্টি’র (এমএফপি) সঙ্গে জোটবদ্ধ হয়। কিন্তু ২০২৩ সালে নির্বাচন অনুষ্ঠানের তিন মাস পর এমএফপি জোট ছাড়েরাজতন্ত্রের ব্যাপারে গুরুত্বপূর্ণ অবস্থান নেয় এমএফপি। ২০২৩ সালের নির্বাচনে দলটি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সামরিক বাহিনী–সমর্থিত সিনেট তার সরকার গঠনের পথ আটকে দেয়। পরে ফিউ থাই সরকার গঠন করে।এরপর গত ৭ আগস্ট সাংবিধানিক আদালত এমএফপিকে ভেঙে দেন এবং এর নির্বাহী পর্ষদের সদস্যদের ১০ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করেন। থাইল্যান্ডের কঠোর রাজকীয় মানহানি আইন সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিল দলটি।

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী প্রার্থী হলেন থাকসিনের মেয়ে পেতংতার্নপেতংতার্নের নীতি কী পেতংতার্ন গত বছর প্রধানমন্ত্রী পদের জন্য প্রচার চালান। ওই সময় তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল ব্যাংককে গণপরিবহনের খরচ কমানো, স্বাস্থ্যসেবার আওতা বাড়ানো এবং দৈনিক ন্যূনতম মজুরি দ্বিগুণ করা।প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্বপালনকালে পেতংতার্নকে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি, তাঁর দলের প্রতি জনসমর্থন কমে যাওয়া, বিরোধীদের সম্ভাব্য উত্থানের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

You Might Also Like

ফের তেহরান-তেল আবিবে পাল্টাপাল্টি হামলা

ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতা করতে চায় রাশিয়া

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির: হুমকি ইসরায়েলের

ইরানে ইসরায়েলি হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে : কাতার

আমিরাত উপকূলে দুই ট্যাংকারের সংঘর্ষ, আগুন

Ehosan ul-Haq আগস্ট ১৭, ২০২৪ আগস্ট ১৭, ২০২৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক ও সম্পাদক– আলি আবরার 

নিউজরুম – শেরে বাংলা রোড, নিরালা, খুলনা

যোগাযোগ–  ৮৮০২৪৭৮৮৪৫৩২৬

 protidinshebok@gmail.com, mail@protidinshebok.com

Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal

Developed by Proxima Infotech and Ali Abrar

Welcome Shebok Admin

SIgn in Protidin Shebok as an Administrator

Lost your password?