রজনীকান্ত। যার কাছে বয়সটা কোনো ব্যাপারই নয়, কেবলই একটা সংখ্যা। বার্ধক্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তারুণ্যের উচ্ছ্বাসে এ প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে সিনেমার পর্দা কাঁপিয়ে যাচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ভেট্টিয়ান’।
অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন টি. জে. জ্ঞানভেল । মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি।
চলতি বছরে তামিল ভাষার বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘ভেট্টিয়ান’-এর অবস্থান দ্বিতীয়। এ তালিকার শীর্ষে রয়েছে থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি আয় করেছিল ১০৪ কোটি রুপি। বক্স অফিসে ‘ভেট্টিয়ান’ আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ১৪৫.৬৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৭৩ কোটি রুপি। মুক্তির ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১৮.৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩০৯ কোটি টাকার বেশি)।
‘ভেট্টিয়ান’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ফাহাদ ফসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়র, ঋতিকা সিং, রোহিনী, রাও রমেশ প্রমুখ। সুভাষ করন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি।