দক্ষিণ লেবাননের হাসবায়ায় ইসরায়েলের বিমান হামলায় তিন সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
শুক্রবার ভোরে গণমাধ্যমকর্মীদের ব্যবহৃত অতিথিশালায় ঘুমিয়ে থাকা অবস্থায় হামলা চালায় ইসরায়েল। নিহত ও আহত সাংবাদিকরা সেখানে যুদ্ধের সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাদের প্রতিবেদনে জানায়, নিহত তিন সাংবাদিকের মধ্যে দুজনই আল মায়াদিন টিভিতে কাজ করতেন। তারা হলেন ক্যামেরা অপারেটর গাসান নাজার ও ব্রডকাস্ট টেকনিশিয়ান মোহাম্মদ রিডা। তৃতীয়জন হলেন হিজবুল্লাহসংশ্লিষ্ট টিভি আল-মানারের ক্যামেরা অপারেটর উইসাম কাসিম।
সাংবাদিক হত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।দেশটি সাধারণত ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানোর কথা স্বীকার করে না।লেবাননের রাজধানী বৈরুতে রাতে গুলো ১২টি বিমান হামলা চালায়। রাজধানীর দক্ষিণ দিকে হারেত রেইক, বুর্জ আল-বারাজনাহ, শোফেয়াত ও অঞ্চলে হামলা হয়।লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ওই তিন সাংবাদিক ইসরায়েলের অপরাধ বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিলেন।
লেবাননে এর আগে ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদাল্লাহসহ পাঁচজন সাংবাদিক নিহত হন।