আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে জায়গা হয়নি স্পিনার তাইজুল ইসলামের। তার জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে। এর পরপরই ফেসবুকে রহস্যময় এক পোস্ট দেন তাইজুল। অভিজ্ঞ এই স্পিনারের দেখাদেখি পোস্ট দেন এনামুল হক বিজয়, শেখ মেহেদী এমনকি সাব্বির রহমানও।
এর মধ্যে সাব্বির রহমান ছাড়া বাকি তিনজনই ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজে। ধারণা করা হচ্ছে, দল থেকে বাদ পড়েই ফেসবুকে রহস্যময় পোস্ট করেছেন তারা।সবার প্রথমে পোস্ট দেন তাইজুল। ৫টি ইমোজি ব্যবহার করেছেন তিনি, যেখানে প্রথম দুটি ইমোজি মুচকি হাসির ও শেষ তিনটি হাততালি দেওয়ার। যদিও এমন পোস্টের ব্যাখ্যায় কিছু উল্লেখ করেননি তাইজুল, তবে এটা যে দলে জায়গা না পাওয়ার ইঙ্গিতেই পোস্ট, সেটা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, সদ্য সমাপ্ত চট্টগ্রাম টেস্টের আগে টেস্ট অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাইজুল ইসলাম। তবে বিস্ময়কর কিছু না ঘটলে তার এ যাত্রায় অধিনায়ক হওয়া হচ্ছে না। তার ওপর আফগান সিরিজের ১৫ সদস্যের দলেও সুযোগ পাননি।
তাইজুলের পর এনামুল হক বিজয় ফেসবুকে লিখেছেন, ‘আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যতদিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।’ কিছু পরে মেহেদী হাসান মুখ বন্ধ রাখার চারটি ইমোজি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন।
গতকাল দল ঘোষণার পর তাইজুল কেনো দলে নেই সেই ব্যাখ্যা পাওয়া যায়নি নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপুর থেকে। তবে নাসুমের উপর তার চোখ ছিল তা বোঝা গেল এই কথায়, ‘নাসুম সর্বশেষ বিশ্বকাপে ছিল। মাঝখানে খুব বেশি ওয়ানডে খেলেনি বাংলাদেশ। সাকিব থাকলে হয়তো ভিন্ন হতে পারতো। আপাতত নাসুমই আমাদের মূল বাঁহাতি স্পিনার। নাসুম কঠোর পরিশ্রম করছে। কম্বিনেশনের জন্য তাকে রাখা।’
এদিকে আফগান সিরিজের দলে ফিরতে পারার আনন্দে নাসুম ফেসুবকে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’।