সশস্ত্র ডাকাতির সময় একজন পুলিশ অফিসারকে হত্যার অভিযোগে জনসমক্ষে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের বিচার বিভাগ। ইরানি কর্তৃপক্ষ সোমবার মধ্য এই তথ্য জানিয়েছে। স্থানীয় প্রসিকিউটরের বরাত দিয়ে বিচার বিভাগের মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মারকাজি প্রদেশের খোমেইন শহরে আজ সকালে দুই সশস্ত্র ডাকাতের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে প্রকাশ্যে এ সাজা কার্যকর করা হয়।ইরান ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে এবং খুব কমই জনসমক্ষে দোষীদের মৃত্যুদণ্ড দেয়। ওই দুই আসামি প্রায় চার বছর আগে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষের পর পালানোর চেষ্টা করার সময় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অধিকার গোষ্ঠীগুলো মতে, চীনের পরে ইরান বার্ষিক সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। দেশটি হত্যা এবং মাদক পাচার, সেই সঙ্গে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলাসহ বড় অপরাধের জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়ে থাকে।