জাতিসংঘের কপ-১৬ আলোচনাটি গত শনিবার কলম্বিয়ার ক্যালিতে স্থগিত হয়েছে। কারণ ধনী দেশগুলো নতুন তহবিল প্রতিষ্ঠার প্রস্তাবে বাধা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও অন্যান্য উন্নত দেশগুলোর বিরোধিতায় আফ্রিকান ও লাতিন আমেরিকার দেশগুলো হতাশা ব্যক্ত করেছে। এ ছাড়াও কিছু দেশ অন্যান্য বিষয়ের আলোচনা করতেও অস্বীকৃতি জানিয়েছে। খবর পলিটিকোর
অনেকের আশা ছিল, সম্মেলনটি ২০২২ কুনমিং-মন্ট্রিল বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামোর উন্নতি ঘটাবে। যা বিশ্বব্যাপী জীববৈচিত্র্য ধ্বংস থামাতে একটি উচ্চাকাঙ্ক্ষী চুক্তি। এদিকে জীববৈজ্ঞানিক তথ্যের ব্যবহার, আদিবাসী জনগণের অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সফল হলেও নতুন তহবিলের বিষয়ে অগ্রগতি হয়নি।
পরিবেশবিষয়ক সংস্থা গ্রিনপিসের প্রতিনিধিরা বলছেন, ধনী দেশগুলোকে তহবিল বিষয়ক দ্বিধা কাটিয়ে উঠতে হবে। অ্যান ল্যামব্রেকটস বলেন, পর্যাপ্ত তহবিল সরবরাহ করা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং প্রকৃতির সুরক্ষার জন্য অপরিহার্য। এর আগে কপ-১৫ তে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ২০২৫ সালের মধ্যে প্রতি বছর ২ হাজার কোটি ডলার অর্থায়ন করা হবে, যা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
এদিকে, সম্মেলনের শেষ দিনে তহবিল গঠনের বিরোধিতা করে শীর্ষ ধনী দেশগুলোর প্রতিনিধিরা। তারা জানান, নতুন তহবিল গঠনে অর্থায়নের জটিলতা বাড়বে। এতে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলো হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়।