ভারতজুড়ে চলা ধর্মঘটের মধ্যে এক সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে (এসডিএম) লাঠিপেটা করেছে পুলিশ। ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার ডাকবাংলো চত্বরে বুধবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটার শিকার ওই এসডিএমের নাম শ্রীকান্ত কুণ্ডলিক খান্দেকার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সাদা পোশাকে থাকার কারণে পুলিশের এক সদস্য সাধারণ মানুষ মনে করে ওই ম্যাজিস্ট্রেটকে লাঠিপেটা করেন। দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এটি প্রকাশ পায়।
ভিডিওতে দেখা যায়, পাটনায় বিক্ষোভকারীদের লাঠিচার্জ করতে করতে ওই ম্যাজিস্ট্রেটকে আঘাত করে বসেন এক পুলিশ সদস্য। বিষয়টি বুঝতে পেরে তার হাত থেকে লাঠি কেড়ে নেন সহকর্মীরা। এতে গুরুতর আঘাত থেকে রক্ষা পান ওই ম্যাজিস্ট্রেট।
ভারতে বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধভারতে বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ
ভুল বুঝতে পেরে লাঠিচার্জ করা পুলিশ সদস্য এসডিএম শ্রীকান্তের কাছে ক্ষমা চান। জেলা প্রশাসনও জানিয়েছে, সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুলেই এমন ঘটিয়ে ফেলেছেন ওই পুলিশ সদস্য। এ-ও বলা হয়েছে, ওই পুলিশের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থাও নেবে না প্রশাসন।