নগরীতে বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ খুলনা বিভাগীয় কার্যালয়। গতকাল সোমবার সংস্থাটির খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন এবং সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে নগরীর খালিশপুরে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি, খুলনা। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
