বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) ২০২৪-২৬ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিনুল হাকিম।
দেশভিত্তিক ইন্টারনেট ব্যবস্থাপনা ও এ বিষয়ে নীতি নির্ধারণী সংলাপে বিভিন্ন অংশীদারকে সমন্বিত করে এই ফেরাম। সরকারি, বেসরকারি প্রতিনিধিত্ব ছাড়াও এতে সুশিল সমাজ, পেশাজীবী ও শিক্ষাবিদদের অংশগ্রহন থাকে।এর নতুন চেয়ারপার্সন আমিনুল হাকিম ইন্টারনেট সেবাদাতা কোম্পানি অ্যাম্বার আইটির প্রধান নির্বাহী।জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক কার্যক্রমকে এগিয়ে নিতে ২০০৬ সালে সে সময়ের মহাসচিব কফি আনান আইজিএফ-এর ঘোষণা দেন। ওই বছরই বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দেশে ইন্টারনেটের উন্নয়নে জন্য সরকারের সাথে পরামর্শসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে আমিনুল হাকিম শুধু দেশে নয়, ইন্টারনেট নিয়ে আন্তর্জাতিক পলিসিগুলোও ঠিক করা উচিত বলে মত দিয়েছেন। তিনি বলেন, “এ খাতে কোনও বৈষম্য না থাকার স্বার্থে মাল্টিস্টেক হোল্ডারদের নিয়ে ইন্টারনেট পলিসিগুলো ঠিক করা উচিত। আমরা এসব নিয়ে কাজ করব।”
নির্বাহী কমিটির অন্য সদস্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান হিসাবে আছেন বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি’র মহাব্যবস্থাপক সাইদুর রহমান ও ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ল’র জ্যেষ্ঠ প্রভাষক মো. সাইমুম রেজা তালুকদার। মহাসচিব পদে কমপিউটার জগতের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু এবং নির্বাহী সদস্য হিসাবে আছেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।