নাইজেরিয়ায় ট্রেনে হামলা চালিয়ে জিম্মি করা সব বন্দি মুক্ত হয়েছে বলে বুধবার জানিয়েছেন দেশটির সরকারি ও নিরাপত্তা কর্মকর্তারা। গত মার্চে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় হামলা চালিয়ে তাদেরকে জিম্মি করা হয়।
কাদুনা রাজ্যের নিরাপত্তা কমিশনার স্যামুয়েল আরুয়ান জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এবিসি নিউজের
বন্দুকধারীরা রাজধানী আবুজা এবং কাদুনার মধ্যে ভ্রমণকারী ট্রেনে হামলা চালায় এবং ট্রেনের লাইন উড়িয়ে দেয়। এই বছরের বহুল আলোচিত ওই হামলায় আটজন নিহত হন এবং কয়েক ডজন লোককে অপহরণ করে বন্দুকধারীরা।
পরিবহন মন্ত্রী মুয়াজু জাজি সাম্বো টুইটারে বলেছেন, ‘কাদুনা ট্রেনের এই অশুভ দুর্ঘটনায় অপহৃত ২৩ জনের সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।’
কীভাবে তাদের মুক্তি দেওয়া হয়েছিল তার বিশদ বিবরণ না দিয়ে সামরিক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, একটি দল জিম্মিদের মুক্তি নিশ্চিত করেছে এবং আবুজা থেকে কাদুনা ট্রেনে হামলার পর বোকো হারাম সন্ত্রাসীদের দ্বারা জিম্মি করা যাত্রীরা তাদের হেফাজতে রয়েছে।
তবে কোনো গোষ্ঠী ২৮শে মার্চের ট্রেন হামলার দায় স্বীকার করেনি। যদিও কর্মকর্তারা সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা সাধারণত সশস্ত্র গোষ্ঠীগুলিকে বোঝাতে প্রায়ই বোকো হারাম শব্দটি ব্যবহার করে।
যাত্রীদের অপহরণের পর শুরুতে একজনকে মুক্তি দেয় অপহরণকারীরা। এরপর বছরের শুরুর দিকে আলোচনার পর অন্যান্য জিম্মিদের মুক্তি দেয়া হয়।
