নাটোরে একটি মাজারে বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার লোচনগড় গ্রামের আল চিশতী মাজারে বাউল উৎসবের আয়োজন করা হলে দুর্বৃত্তরা প্যান্ডেল ভাঙচুর করে। খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কবিরাজ আল চিশতী মাজারের সভাপতি হোসেন কবিরাজ বলেন, মাজার চত্বরে প্রতিবছরের মতো এবারও বাউলসংগীতের আয়োজন করা হয়। গত বছর ১ লাখ টাকা চাঁদা দাবি করে একটি গোষ্ঠী। এবার তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা সোমবার রাতে প্যান্ডেলসহ খানকা ঘর ভাঙচুর করেছে।
তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এ প্রসঙ্গে সমকালকে বলেন, ‘শুনেছি কথিত ওই পীরের মাজারে প্রতিবছর তিন দিনের উৎসব করা হয়। এর মধ্যে এক দিন দোয়া এবং দু’দিন গান-বাজনা করা হয়। ওই সব অনুষ্ঠানে গান-বাজনার আড়ালে অশ্লীলতা এবং মাদক সেবনের জমজমাট আড্ডা বসে। এ কারণে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এই উৎসব বন্ধ করে দিয়েছে।’
সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।