সাধারণত তারকা ক্রীড়াবিদদের কাছ থেকেই ভক্ত-সমর্থকরাই কোনো কিছু আবদার করে বসেন। একসঙ্গে দুজনে ক্যামেরার ফ্রেমবন্দি, অটোগ্রাফ, জার্সিসহ ক্রীড়ার আরো অনেক কিছু স্বপ্নের তারকার কাছে চেয়ে থাকেন খেলা দেখতে আসা ভক্ত-সমর্থকরা।
কিন্তু কখনো খেলা দেখতে আসা ব্যক্তিই যদি আরেক মহাতারকা হন তাহলে দৃশ্যপটটা উল্টে যায়। তখন সেই মহাতারকাকে কিছু একটা দিয়ে যেন আনন্দিত হন মাঠের খেলোয়াড়টি।গতকাল রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার ম্যাচে তেমনি এক ঘটনার আর্বিভাব হয়েছে। সন মোয়িক্স স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা রাফায়েল নাদালকে জার্সি দিয়ে দারুণ খুশি হয়েছেন রাফায়েল নাদাল।
রিয়াল-মায়োর্কার ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ হলে টানেলে এসে নাদালের সঙ্গে দেখা করেন এমবাপ্পে। পরে কুশলাদি বিনিময় করে একে অন্যের সঙ্গে আলিঙ্গন করেন।এরপর চলে যাওয়ার সময় টেনিস কিংবদন্তিকে নিজের একটা জার্সি উপহার দেন ফরাসি অধিনায়ক। ২২ গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ তারকা রিয়ালের পাড় ভক্ত। গতকাল লা লিগায় বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ দেখতে তাই গ্যালারিতে হাজির হয়েছিলেন তিনি। শুধু নাদালই নন, রিয়াল-মায়োর্কার ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
রিয়ালের হয়ে গতকাল লিগে অভিষেক হয়েছে এমবাপ্পের। তবে ম্যাচ ড্র হওয়ায় লিগ অভিষেকটা ভালো হয়নি তার। যদিও অভিষেক রাঙানোর দুর্দান্ত কিছু সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু কখনো নিজে গোল করতে ব্যর্থ হন আবার কখনো তার সামনে দেয়াল হয়ে দাঁড়ান প্রতিপক্ষের গোলরক্ষক। এতে রিয়ালের হয়ে অভিষেকে গোল পেলেও লিগের প্রথম ম্যাচে পাওয়া হয়নি তার।লস ব্ল্যাংকোসদের হয়ে অভিষেকের দিন উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।