গত আফগানিস্তান সিরিজটা একদম যাচ্ছেতাই গেছে। তিন ম্যাচে রান করেছেন ৮, ১২ আর ১১। তার আগের ইনিংসেই অবশ্য জিম্বাবুয়ের মাটিতে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু নামটা যখন তামিম ইকবাল, কথা তো উঠবেই।
দেশসেরা ওপেনার কি তার ফর্ম হারিয়ে ফেলেছেন? আফগানদের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে ব্যর্থতা কি দুশ্চিন্তার কারণ হতে পারে? অধিনায়কত্ব কি বাড়তি চাপ তৈরি করছে তামিমের ওপর?
আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হওয়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে ছুটে গেলো এমন প্রশ্ন। মাশরাফি কিছুটা বিরক্তই হলেন যেন।
দেশের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ক্রিকেট খেলা তো একটা প্রেসারই। এমন কোনো ব্যাটসম্যান নেই, যার দুর্বলতার জায়গা নেই। ও কিন্তু এই টেকনিক নিয়েই সাড়ে ৭ হাজার রান করেছে। ওর যদি কোনো সমস্যা হয়, ও অবশ্যই জানে কিভাবে এটা ঠিক করতে হবে। ঠিক করার পরও তো অন্য বলেও আউট হতে পারে।’
দেশের ইতিহাসের সবচেয়ে বেশি রান সংগ্রাহক তামিমকে নিয়ে এখনই এত কথা উঠবে কেন, সেটাই বুঝতে পারছেন না মাশরাফি। তার কথা, ‘পারফর্ম করা না করা নিয়ে তামিমের মতো খেলোয়াড় নিয়ে এই মুহূর্তেই এত কথা কেন। টিম জিতে গেলে একজন-দুজন পারফর্ম না করতেই পারে। তামিমের মতো খেলোয়াড় নিয়ে এত চিন্তার বিষয় নেই। ওদের মেন্টালি হেলদি থাকাটা বেশি জরুরী।’
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত