অক্টোবরে বসবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। আসরটির আয়োজক বাংলাদেশ। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি টুর্নামেন্টটি আয়োজন করতে চায়। সেজন্য আইসিসির কাছে সময় চেয়েছে।
অন্য দিকে বিসিসিআই জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে তাদের আসরটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা নাকচ করে দিয়েছে। এখন নারীদের টি-২০ বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
তবে আইসিসি খুব বেশি সময় বিসিবিকে দিতে পারবে বলে মনে হচ্ছে না। সংবাদ মাধ্যম জানিয়েছে, বিসিবিকে ২০ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। আগে সিদ্ধান্ত জানানোর সময় ছিল ১৫ আগস্ট। ওই দিন আইসিসির একটি মিটিং রাখা হয়েছে। আরব আমিরাত ছাড়াও শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে মেয়েদের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী বলে জানা গেছে। তবে ক্রিকেট কাঠামো ও কন্ডিশনের কারণে আরব আমিরাতকে এগিয়ে রাখা হচ্ছে।
এর আগে বিসিবির পক্ষ থেকে সেনাপ্রধানের কাছে টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তখন অবশ্য বিসিবিতে সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আগে থেকেই দেশের বাইরে থাকা পাপন দেশে ফেরেননি। তিনি পদত্যাগ করতে সম্মত বলে জানিয়েছেন। তিনি পদত্যাগ করলেই বিসিবি বিশ্বকাপ আয়োজন করতে পারবে বিষয়টি এমন নয়।