কোপা আমেরিকা হচ্ছে ব্রাজিলে। নিজেদেরই মাঠে খেলা। কিন্তু ব্রাজিল কোচ তিতে মাঠ দেখে ভীষণ নাখোশ। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে কোনোমতে জয় পাওয়ার পর মাঠ নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। যার জন্য শাস্তির মুখেও পড়তে হচ্ছে তিতেকে।
তিতের বিরূপ মন্তব্যের কারণে জরিমানা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। শাস্তি হিসেবে ব্রাজিল কোচকে গুনতে হবে ৫ হাজার ডলার।
টানা তিন ম্যাচে জিতে গ্রুপচ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় পর্বে নাম লিখিয়েছে ব্রাজিল। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটিতে জয় পেতে রীতিমত ঘাম ঝরেছে তাদের।
ম্যাচের পর মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘এই মাঠে ভালো ফুটবল খেলা যায় না। এই মাঠে খেললে ভালো ফুটবল নষ্ট হতে পারে। ইউরোপে দারুণ মাঠে খেলা হচ্ছে। আর এখানে এই ধরনের বাজে মাঠে খেলতে হচ্ছে আমাদের।’
এই মন্তব্যের কারণেই জরিমানা গুনতে হচ্ছে তিতেকে। এর আগে বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্টিনেসকেও ২০ হাজার ডলার জরিমানা করে কনমেবল। করোনা পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকা আয়োজন করার বিরোধিতা করায় তাকে এই শাস্তি দেয়া হয়, সেইসঙ্গে নিষিদ্ধ করা হয় এক ম্যাচ।