বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা মেট্রোপলিটন কার্যালয়ের আয়োজনে স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কর্মসূচি আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচকরা বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ খাবার গ্রহণ প্রয়োজন। নিরাপদ খাবার নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণাগুলো আমাদের ভেঙ্গে ফেলতে হবে। ফরমালিন শুধু মাছ-মাংস বা প্রোটিন জাতীয় খাবারে প্রয়োগ করা যায়। ফলমূল ও শাক-সবজিতে ফরমালিন প্রয়োগ করা যায় না। তবে শাক-সবজিতে ক্ষতিকর কীটনাশক থাকতে পারে। তাই শাক-সবজি রান্নার আগে অন্তত ২০ মিনিট পানিতে ডুবিয়ে রাখতে হবে। ফল পাকাতে পরিমাণমতো ইথোফেন হরমোন ব্যবহার করা হলে তা মানবদেহের জন্য ক্ষতিকর হবে না।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। বিশেষ আলোচক ছিলেন জেলা আইসিটি অফিসার মোঃ আলীমুজ্জামান। সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহমুদা খাতুনের সভাপতিত্বে এতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন এবং উপস্থিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।