সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার স্বাগতিক নেপালের মুখোমুখি হয় লাল-সবুজরা। সে লড়াইয়ে নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হারল বাংলাদেশ।
১৭ মিনিটে নেপাল প্রথম গোল পায় বাংলাদেশের কিপারের মেহেদী হাসান শ্রাবণের হাস্যকর ভুলে। নেপাল কর্নার কিক ক্লিয়ার করলে বল চলে যায় মাঝমাঠে দাঁড়িয়ে থাকা গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের কাছে। সেখানে শ্রাবণ বল নিয়ে কারিকুরি দেখাতে গেলে বল চলে যায় নেপালের সামির তামাংয়ের কাছে। ফাঁকা পোস্টে দূর থেকে গোল করে তিনি এগিয়ে নেন নেপালকে।
বাংলাদেশ প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরেক গোল দিয়ে বসে নেপাল। এবার গোল করেন নিরাজন ধামি। ১৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে কোচ মারুফুল হকের শিষ্যরা। ৪৩ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। মিরাজুল গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কয়েকটি সুযোগ পেলেও ম্যাচে সমতা আনতে পারেনি।
ড্র হলেও বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতো। হেরে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে। শুক্রবার ভারত ও মালদ্বীপের ম্যাচের ফল ঠিক করবে বাংলাদেশের প্রতিপক্ষ।