২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরোতে নিজের নামের প্রতি একদমই সুবিচার করতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আগামী মাসে অনুষ্ঠেয় উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সিআরসেভেনকে দলে রেখেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ।
সবশেষ ইউরোর মাধ্যমে রেকর্ড ষষ্ঠবারের মতো টুর্নামেন্টটিতে নেমেছিলেন রোনালদো। তবে একটি গোলও পাননি আল-নাসরে খেলা এই তারকা। পর্তুগালও বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। আল-নাসরে নতুন মৌসুমে এরই মধ্যে ৪ গোল দিয়ে ফেলেছেন রোনালদো। আসন্ন নেশন্স লিগে পর্তুগালের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন তিনিই।
দেশের হয়ে ২১৩তম ম্যাচ খেলার অপেক্ষায় রোনালদো। ১৩০ গোলের সঙ্গে সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে চান আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর লিসবনে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল।
ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড ম্যাচে পর্তুগালের স্কোয়াড:
গোলরক্ষক: দিয়াগো কস্তা, হোসে সা, রুই সিলভা
ডিফেন্ডার: রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, থিয়াগো সান্তোস, দিয়োগো দালত, নুনো মেন্দেস, নেলসন সেমেদো
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নান্দো সিলভা, রুবেন নেভেস
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেদ্রো গনকালভেস, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্দা, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো, দিয়াগো জোটা।