নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা পূর্বপাড়ার রেজাউল মোল্যা (৪৭) আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ১৩ অক্টোবর নড়াইল সদরের সিংগাশোলপুর দক্ষিণপাড়া থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ রেজাউল মোল্যাকে আটক করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
পি এস/এন আই