পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, ক্লাব সদস্য মোজাম্মেল হক হাওলাদার, শেখ আব্দুল্লাহ ও দেবব্রত রায়, ইউজার সদস্য এস এম বাহাউদ্দিন ও তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের ইমাম ইফসুফ হাবিব।
Leave a comment