মাত্র সাত মাসের পরিচয়। তাতেই প্রেমিক আদিল শাহ দুরানিকে বিয়ে করে ধর্ম বদলে ফাতিমা হয়েছিলেন রাখি সাওয়ান্ত। কিন্তু অবাক করা ব্যাপার হলো, স্ত্রীকে অস্বীকার করছেন আদিল। বিয়েই হয়নি তাদের। স্বামীর এমন কথা শুনে নেট মাধ্যম কেঁদে ভাসিয়েছেন রাখি।
এদিকে এ ব্যাপারে আদিল পরিষ্কার করে কিছু না বললেও গুঞ্জন উঠেছে, পরিবারের কারণেই রাখিরে অস্বীকার করছেন আদিল। ভারতীয় সংবাদমাদ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সংবাদমাধ্যমকে আদিল বলেন, ‘হ্যাঁ, রাখি এবং আমি বিবাহিত। আমরা একসঙ্গে থাকছি এবং সুখী।’ তার পরিবার রাখিকে গ্রহণ করেছে কি— জানতে চাইলে তিনি বলেন, ‘ওই প্রসেসটা এখনও চলছে।’
সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিবারের কারণেই রাখিকে অস্বীকার করেছিলেন আদিল। কারণ তার পরিবার এখনও এই বিয়ে মেনে নেয়নি।
মায়ের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানানোর দুই দিন পরই প্রকাশ পায় রাখির বিয়ের ছবি। সেখানে দেখা যায়, বিয়ের পর নিজের নাম বদলে ফেলেছেন। তারপরেই জানা যায়, রাখি ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেছেন।
এর আগে রীতেশ সিংহ নামক এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাখি। ওই বিয়েও দীর্ঘদিন গোপন রেখছিলেন তিনি। কিন্তু দীর্ঘ হয়নি তার সেই সংসার জীবন। রিতেশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ নানাবিধ অভিযোগ এনে আলাদা হয়ে যান তিনি। এসময় তার জীবনে আসে ছয় বছরের ছোট আদিল।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত