ফরাসি ফুটবলার পল পগবার ভাই মাথিয়াস পগবাকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের অপরাধ আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়। এর মধ্যে মাথিয়াসকে দুই বছর জেল খাটতে হয়েছে, বাকি এক বছর তিনি গৃহবন্দি অবস্থায় পুলিশি নজরদারিতে থাকবেন।
২০২২ সালে পগবাকে বন্দুকের মুখে তুলে নিয়ে ১৩ মিলিয়ন ইউরো দাবি করা হয়। তদন্তে মাথিয়াসসহ আরও পাঁচজন অভিযুক্ত হয়। তাদের মধ্যে রুশদেনকে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পগবা এই ঘটনায় ১ লাখ ৯৭ হাজার ইউরোর আর্থিক ক্ষতির শিকার হন। আদালত অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। মাথিয়াসের আইনজীবী এই শাস্তিকে কঠোর উল্লেখ করে আপিলের ঘোষণা দিয়েছেন।
পল পগবা বর্তমানে ডোপ নিষেধাজ্ঞা কাটিয়ে পেশাদার ফুটবলে ফেরার অপেক্ষায় রয়েছেন।