পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসূফ। সাবেক এই ক্রিকেটার নিজ ইচ্ছায় দায়িত্ব ছেড়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে পিসিবি।
পিসিবি বলেছে, ‘নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে মোহাম্মদ ইউনূসের দায়িত্বশীল কাজের জন্য তাকে ধন্যবাদ। তবে তিনি পাকিস্তান ক্রিকেটে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। হাই পারফরম্যান্স দলে ব্যাটিং কোচ হিসেবে তিনি তার জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করবেন।’
মোহাম্মদ ইউসূফ এর আগে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলটি চলতি বছরের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করে।