১৯ রানে নেই ২ উইকেট। শুরুতেই চাপে পড়া দলের হাল ধরলেন সাইফ হাসান। চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন দারুণ এক সেঞ্চুরি। পরে নিজেকে মেলে ধরলেন জাকের আলিও। তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়ে অপরাজিত আছেন তিনি। তাদের দারুণ দুটি ইনিংসে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ ‘এ’ দল।
দুই দলের চার দিনের ম্যাচটির প্রথম দুই দিন ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিন বৃহস্পতিবার খেলা হয়েছে ৯৮ ওভার। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩৪৬ রান করেছে বাংলাদেশ।
তিনে নেমে ১৬৫ বলে ১১১ রানের ইনিংস খেলেন সাইফ। প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি ছোঁয়া ইনিংসটি সাজান তিনি ৪টি ছক্কা ও ১৩ চারে।
জাকের অপরাজিত আছেন ৪টি ছক্কা ও ১৪ চারে ১৩৬ রান নিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ শতক। ক্যারিয়ার সেরা অপরাজিত ১৩৮ রান ছাড়িয়ে যাওয়ার হাতছানি তার সামনে।
ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত ফিরে যান এনামুল হোক ও মোহাম্মদ নাঈম শেখ। দুইজনের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। দুই ওপেনারই গুলাম মুদাসসারের শিকার।
চাপে পড়া বাংলাদেশকে পথে রাখেন সাইফ। তাকে কিছুক্ষণ সঙ্গে দেন শাহাদাত হোসেন (৪টি চারে ২৩)। তিন রানের মধ্যে শাহাদাত ও তাওহীদ হৃদয়কে হারায় বাংলাদেশ। রানের খাতা খুলতে পারেননি হৃদয়।
এরপর জাকেরকে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন সাইফ। সেঞ্চুরির পর সাইফ বেশিক্ষণ টিকতে না পারলেও জাকের বাড়াতে থাকেন দলের রান। মাহিদুল ইসলামকে নিয়ে আরেকটি শতক ছাড়ানো জুটি গড়েন তিনি। ৩ চারে ৩৯ রান করা মাহিদুল রান আউটে কাটা পড়লে ভাঙে ১৩১ রানের জুটি।
জাকের এক প্রান্ত ধরে রাখেন দৃঢ়তায়। শেষ দিকে আর উইকেট হারায়নি বাংলাদেশ। তানজিম হাসান ১৬ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মুদাসসার ও মেহরান মুমতাজ। একটি প্রাপ্তি জাতীয় দলের সদস্য লেগ স্পিনার আবরার আহমেদের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ৯৮ ওভারে ৩৪৬/৬ (এনামুল ৭, নাঈম ৯, সাইফ ১১১, শাহাদাত ২৩, হৃদয় ০, জাকের ১৩৬, মাহিদুল ৩৯, তানজিম ০; মুদাসসার ১৩-০-৫৯-২, নিয়াজ ১৩-২-৭১-০, আবরার ৩০-৬-৮৫-১, মেহরান ২৫-৮-৬৯-২, কাসিম ১১-৩-৩৭-০, কামরান ৬-১-১৯-০)