জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সফরে আছে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচের পর সোমবার প্রথম ওয়ানডে খেলতে নেমে ভালো ব্যাটিং করতে পারেনি তাওহীদ হৃদয়ের দল। পাকিস্তান শাহিনস তথা ‘এ’ দলের বিপক্ষে ৩৬ ওভারে ১৮৩ রান তুলে অলআউট হয়েছেন সৌম্য সরকার-তাওহীদ হৃদয়-জাকের আলীরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ফিরে যান দুই ওপেনার নাঈম শেখ (৬) ও সৌম্য সরকার (৯)। ৩০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ১০০ রানে হারায় ৫ উইকেট। তিনে নামা সাইফ হাসান দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন।
রিশাদ হোসেন ছাড়া বাংলাদেশ ‘এ’ দলের কেউ রান করতে পারেননি। হৃদয় ১৩ রানে ফিরে যান। ৫ রানে আউট হন জাকের আলী, মোসাদ্দেক হোসেন ১ ও শেখ মাহেদী ১২ রান যোগ করেন। তানজিদ সাকিব ১ রান করেন। নয়ে ব্যাট করতে নেমে রিশাদ হোসেন ৩৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের ইনিংস ধসিন দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস আফ্রিদি। তিনি ৯ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। এছাড়া জাহানদাদ খান ও আব্বাস আফ্রিদি দুটি করে উইকেট নেন।