পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিনের বিকল্প পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়ার চেষ্টা করব, যাতে করে মানুষের অভ্যাসে একটা পরিবর্তন আসে।
মঙ্গলবার (১৩ মে) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস (ইউএনওপিএস) আয়োজিত ‘প্লিজ প্রজেক্ট : প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সিস ফর সাউথ এশিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ যেগুলো আমরা যুব সম্প্রদায়কে দিয়ে বা পাটকল যারা করেন তাদেরকে বলে দেব যেন আমাদেরকে ওগুলো বানিয়ে দেন সুলভ মূল্যে, যাতে ক্রেতাদের দিতে পারি।
তিনি বলেন, অনেক বড় বড় শপিং মল একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে, যুক্তিটা ভ্রান্ত এবং যুক্তিটা উদ্দেশ্যপ্রণোদিত। সেটা হচ্ছে তাদের ক্রেতারা ৪০ টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে চায় না। কিন্তু এই ক্রেতারাই যখন বিদেশে যায়, তখন কিন্তু তারা কোনো দিনও একটা ব্যাগ সস্তা পায় না, ফ্রি পায় না। তাদেরকে কিন্তু ৩ ডলার ৪ ডলার দিয়ে কিনতে হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ কিন্তু প্লাস্টিক বর্জ্য অব্যবস্থাপনার দিক দিয়ে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে এক নাম্বারে। সকল বর্জ্য ব্যবস্থাপনাতেই আমাদের অবস্থা করুণ। সেটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে এবং সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকার একই সাথে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাজার থেকে ধীরে ধীরে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করছে।