পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিক্ষোভ কর্মসূচিতে সহিংসতার আশঙ্কায় ইসলামাবাদের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।
ইমরান খানের দল পিটিআই দেশটির কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে একটি বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছে। ‘জলসা’ নামে অভিহিত এই শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য দলটিকে আগে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয়। কিন্তু তা সত্ত্বেও কর্মসূচি বহাল রেখেছে পিটিআই।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার গোয়েন্দা বিভাগের বিশেষ কমিটি থেকে পাওয়া প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসন এই অনাপত্তি প্রত্যাহার করে নিয়েছে।
এর আগে বুধবার অপর এক বিবৃতিতে পিটিআইর ইসলামাবাদ শাখার সভাপতি আমির মুঘল জানান, জেলা প্রশাসন আমাদের অনাপত্তি বাতিল করেছে, কিন্তু আমরা আমাদের জলসা বাতিল করিনি। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রকাশ আমাদের সাংবিধানিক ও আইনি অধিকার বলে যোগ করেন তিনি।
ইসলামাবাদের মুখ্য কমিশনার চৌধুরী মোহাম্মাদ আলি রান্ধাওয়ার সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে ইসলামাবাদের ডেপুটি কমিশনারের দেওয়া অনাপত্তিপত্র নিরীক্ষা করা হয়।