রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচটি আজ সকাল ১১টায় শুরু হওয়ার কথা। ওই হিসাবে টস হওয়ার কথা সাড়ে ১০টায়। কিন্তু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস সম্ভব হয়নি।
সংবাদ মাধ্যম জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে রাতে ভারী বৃষ্টি হয়েছে। যে কারণে মাঠ এখনও কিছুটা ভেজা। কর্মীরা মাঠ খেলার পর্যায়ে আনার চেষ্টা করছেন। সকাল ১১টায় আম্পায়াররা পুনরায় মাঠ পরিদর্শন করেছেন। কিন্তু মাঠ টস করার পর্যায়ে না আসায় ১২টায় পুনরায় মাঠ পরিদর্শনের কথা জানা গেছে।বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচি। কিন্তু স্টেডিয়াম সংস্কার ও নিরাপত্তার কারণে ম্যাচটি সরিয়ে রাওয়ালপিন্ডিতে আনা হয়েছে।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। কোন বিশেষজ্ঞ স্পিনার নেই একাদশে। শান মাসুদরা চার পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের একাদশেও চার পেসার থাকতে পারে। স্পিন আক্রমণ সামলাবেন সাকিব আল হাসান। মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম তাই একাদশের বাইরে থাকতে পারেন।