বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া নেতৃবৃন্দ।
গতকাল রবিবার এক শোক বার্তায় সংগঠনটির আহবায়ক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ ও সদস্য সচিব নিউজ টোয়েন্টি ফোর প্রতিনিধি শাহাদাত হোসেন এবং আহবায়ক কমিটির সদস্য কালের কলম সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আরিফুল ইসলাম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, গত শনিবার বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীর হাবিবুর রহমান।
পি এস/এন আই