অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘন করায় প্যারিস অলিম্পিকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন নাইজেরিয়ার বক্সার সিনথিয়া ওগুনসেমিলোরে। অ্যান্টি ডোপিং এজেন্সি কর্তৃক জানানো হয়েছে ২২ বছর বয়সী এই নারী বক্সারের নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়া গিয়েছে।
আন্তর্জাতিক যাচাইকরণ সংস্থা জানিয়েছে, ‘ওগুনসেমিলোরে অস্থায়ীভাবে নিষিদ্ধ এবং এবারের অলিম্পিকে অংশ নিতে পারবে না।’
সোমবার মহিলাদের ৬০ কিলোগ্রাম (১৩২ পাউন্ড) শ্রেণীতে চতুর্থ বাছাই বক্সার হিসেবে শেষ ষোলোতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।